করোনায় আক্রান্ত ঢাকা কলেজের আরও ২ শিক্ষক, মোট আক্রান্ত ২৫

  © ফাইল ফটো

নতুন করে ঢাকা কলেজের আরও ২ শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কলেজটির মোট ২৫ জন শিক্ষক এ ভাইরাসে আক্রান্ত হন। আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।

অধ্যক্ষ নেহাল আহমেদ বলেন, করোনায় আমাদের আরও দুইজন শিক্ষক আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আমাদের মোট ২৫ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত শিক্ষকদের মধ্যে কোয়ারেন্টিন মেনে এবং চিকিৎসা নিয়ে ২৩ জনই সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

তিনি বলেন, নতুন করে আক্রান্ত এই দুইজন চিকিৎসাধীন রয়েছেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই আক্রান্ত শিক্ষকদের সার্বিক খোঁজ খবর এবং সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।

শিক্ষকরা করোনায় আক্রান্ত হবার ফলে অনলাইন ক্লাসে কোন প্রভাব পড়বে কি না জানতে চাইলে অধ্যক্ষ বলেন, আমাদের অনলাইন ক্লাস চলমান আছে এবং করোনার সংকটকালীন পুরো সময়টাতেই অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এখন পর্যন্ত যারা অনলাইন ক্লাস নিয়েছেন তাঁরা কেউ আক্রান্ত হয়নি। তবে বাড়তি সতর্কতার জন্য অনলাইন ক্লাস গুলো শিক্ষকরা বাড়িতে বসেই সম্পন্ন করছেন।


সর্বশেষ সংবাদ