সফলভাবে শেষ কর্মজীবন, অবসরে রাবির ১৮ অধ্যাপক

সফলভাবে কর্মজীবন শেষ করে অবসরে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৮ জন অধ্যাপক। গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ কর্মজীবন শেষ করেন তারা। তবে নিয়ম অনুযায়ী আগামী এক বছর পিআরএল (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) সুবিধা পাবেন এসব অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত এক পত্রে ১৮ জন অধ্যাপককে পিআরএলে যাওয়ার বিষয়টি অবহিত করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পিআরএলে যাওয়া এসব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে শিক্ষা ও গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অধ্যাপনার পাশাপাশি অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজও দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। সফলভাবে তারা তাদের কর্মজীবন শেষ করেছেন।

অবসরে যাওয়া শিক্ষকরা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. মোজাফফর হোসেন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং (বর্তমানে ফাইন্যান্স) বিভাগের মো. মতিয়ার রহমান, লোক প্রশাসন বিভাগের ড. এটিএম ওবায়দুল্লাহ, মার্কেটিং বিভাগের সনজীব কুমার সাহা, সমাজবিজ্ঞানের ড. মো. ফায়জার রহমান, রাষ্ট্রবিজ্ঞানের ড. নাসিমা জামান।

ইংরেজি বিভাগের বেগম শেহনাজ ইয়াসমিন, আরবী বিভাগের ড. মো. আব্দুস সালাম, একই বিভাগের ড. মো. আব্দুল সালাম মিঞা, পদার্থবিজ্ঞানের ড. মো. গোলাম মর্তুজা, একই বিভাগের ড. লায়লা আর্জুমান্দ বানু, ফার্মেসি বিভাগের ড. মো. আনোয়ারুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ড. রকীব আহমেদ, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সুভাষ চন্দ্র শীল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. আনসার উদ্দীন।


সর্বশেষ সংবাদ