নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প অভিযোগ করেছেন, প্রবেশিকা পরীক্ষা ‘স্যাট’-এ ভালোভাবে উতরে গিয়ে আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাওয়ার জন্য একজন প্রভাবশালীকে ঘুষ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেরি ট্রাম্পের সদ্য প্রকাশিত বই ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যানে’ এ অভিযোগ করেন তিনি।

মেরি ট্রাম্পের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘‘এক প্রভাবশালীকে ঘুষ দিয়েই ডোনাল্ড পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন বিজনেস স্কুলে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন।’’

প্রতিবেদনে বলা হয়েছে, একটি নামকরা মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ট্রাম্পের এই ভাইঝির ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি রয়েছে।

তবে অভিযোগের বিষয়ে হোয়াইট হাউসের সিনিয়র অ্যাডভাইসর কেলিয়ান কনওয়ে বিষয়টিকে ‘পারিবারিক ব্যাপার’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘‘এটা তো একটা পারিবারিক ব্যাপার। আমি মনে করি, পারিবারিক বিষয়ের মধ্যে নাক না গলানোই উচিত।’’


সর্বশেষ সংবাদ