মাওলানা ছফির উদ্দিনের মৃত্যুতে আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

মাওলানা ছফির উদ্দিন
মাওলানা ছফির উদ্দিন  © ফাইল ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা’র পিতা মাওলানা ছফির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস.এম. এহসান কবীর, রেজিস্ট্রার এ. এস. মাহমুদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহ্মাদ, পরিচালক অর্থ ও হিসাব, প্রফেসর ড. মো. গোলাম আজম আযাদ, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান মাওলানা ছফির উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মাওলানা ছফির উদ্দিন কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ সালে বিভাগীয় অধ্যক্ষ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী গোল্ড মেডেল পান। তিনি স্ত্রী ও ৯ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল বুধবার সকাল ৯টায় নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে তারা জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


সর্বশেষ সংবাদ