জবিতেও করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে

  © ফাইল ফটো

আগামী জুলাই থেকে নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার (২৮ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় করোনার নমুনা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সেজন্য বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় পিসিআর মেশিন আনা হচ্ছে। ল্যাব প্রস্তুতিরও কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে জুলাই মাস থেকে টেস্ট শুরু করতে পারব।

তিনি আরও বলেন, আমাদের এক্সপার্ট আছেন, কিন্তু পূর্ণাঙ্গ ল্যাব ও পিসিআর মেশিনের অভাবে কাজ শুরু করতে পারিনি। সম্প্রতি আমরা আমেরিকান প্রতিষ্ঠান সিডিং ল্যাবের ইনস্ট্রুমেন্টাল অ্যাকসেস অ্যাওয়ার্ড অর্জন করেছি। ওই সিডিং ল্যাব থেকেই দুটি পিসিআর মেশিনসহ প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম পাচ্ছি, যা আসছে জুলাই নাগাদ আসার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ