জবি ছাত্রী ঝিনুক মারা গেছেন

  © টিডিসি ফটো

লিভার রোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ‍দুপুরে তার মৃত্যু হয়।

মৃত শিক্ষার্থীর নাম দীপাবলি শিল ঝিনুক। সে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নাটোরের লালবাজারে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ঝিনুক লিভারের সমস্যায় ভুগছিল। প্রথমে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি হলে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান ড. বজলুর রশিদ খান জানান, আমাদের বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ওই শিক্ষার্থীর মামার দেওয়া একটি ফেসবুক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি প্রথমে নজরে আসে। মৃত্যুর বিষয়টি সত্য। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।


সর্বশেষ সংবাদ