প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দু’দিনের বেতন দেবেন জাবি শিক্ষকরা

  © ফাইল ফটো

করোনাভাইরাসের প্রভাবে দেশে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুইদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আজ রবিবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান অধ্যাপক বশির আহমেদ।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দেশের সব ধরনের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। এর ফলে দেশের হতদরিদ্র খেটে খাওয়া প্রান্তিক মানুষ জনগোষ্ঠীর বিপুল সংখ্যাক মানুষ কর্মহীন হয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘তাদের খাদ্য নিরাপত্তার জন্য সরকারিভাবে নানা উদ্যেগ গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় আমরা সচেতন মানুষ হিসেবে এসব প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীতা অনুভব করছি। তাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ