করোনা: চবি উপাচার্যের ত্রাণ বিতরণ

  © টিডিসি ফটো

বিশ্বব্যাপি করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর লগডাউন অবস্থায় স্বল্প আয়ের মানুষ পরিবার পরিজন নিয়ে দুর্দশার মাঝে সময় কাটাচ্ছে। আজ রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারী এবং চবি ক্যাম্পাসে বসবাসরত স্বল্প আয়ের কর্মচারীদের মাঝে ত্রান সমাগ্রী বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, চবি পরিবহন দপ্তরের প্রশাসক জনাব এস এম মোয়াজ্জেম হোসেন, প্রধান হিসাব নিয়ামক জনাব মো. ফরিদুল আলম চৌধুরী, পরিবহন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. আবু তাহের চৌধুরীসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে মাননীয় উপাচার্য বলেন, ভাইরাসের প্রকোপ থেকে নিজেদের রক্ষা করতে সকলকে সরকারের নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কোন অবস্থাতেই জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।

এসময় দূর্যোগকালীণ এ সময়ে দেশের ধণাঢ্য ব্যক্তিবর্গকে গরীব, অসহায় এবং স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত সম্প্রসারণের অনুরোধ জানান তিনি।