করোনা আতঙ্কে ক্লাস বন্ধের বিষয়ে জবিতে সিদ্ধান্ত আজ

  © সংগৃহীত

করোনাভাইরাস আতঙ্কে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের দাবি জোরালো হচ্ছে। এ দাবিতে গত রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত না দিলেও আজ সোমবার (১৬ মার্চ) বৈঠকে বসে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক শামীমা বেগম।

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়ে নূরে আলম আবদুল্লাহ জানান, ‘আমি এখনই কোনও মন্তব্য করবো না, আমরা কাল মিটিং করবো, তারপর বক্তব্য দেবো।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘আগামীকাল আমাদের কার্যানির্বাহী মিটিং আছে, যে সিদ্ধান্ত হবে তা আমরা উপাচার্যকে জানিয়ে আসবো। ক্লাস বন্ধ বা ছুটি এগিয়ে আনার বিষয় নিয়ে কাল কথা হবে।’

মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও নীল দলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, ‘জগন্নাথের পরিবেশ খুবই ঘিঞ্জি, কিছুই হয় না বা হবে না একথা তো কেউ বলতে পারে না। সার্বিক বিবেচনায় আমার মনে হয় বন্ধ করা উচিত।’

মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ফেডারেশন একটা বিবৃতি দিয়েছে, ফেডারেশনের দাবি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিও তার মধ্যে সংযুক্ত। সবদিক বিবেচনায় একটা সিদ্ধান্ত দক্ষতার সাথে নেওয়া হবে বলে আমি মনে করি।’

প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘ছাত্ররা যদি নিজেই না আসে তাহলে তো ক্লাস হবে না। এটা তো জবির ঘটনা না, বন্ধ করতে হলে সারাদেশেই করতে হবে। বন্ধ যদি করতেই হয়, সরকারের মনিটারিং সেল আছে, সময়মতো তারা সিদ্ধান্ত দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একক কোনও সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই, সামগ্রিকভাবে সিদ্ধান্ত দিতে হবে।’
উপাচার্য আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সমাধান হবে না, যেখানে যেখানে সমাগমের সম্ভাবনা আছে সেগুলোই বন্ধ করতে হবে। একটা করলাম, একটা করলাম না, সমাধান হবে না।’

প্রসঙ্গত, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় রবিবার দুপুরে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

 


সর্বশেষ সংবাদ