গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় মত নেই জবি শিক্ষক সমিতির

  © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছেন। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় গুচ্ছ পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নেন শিক্ষকরা। তবে এ বিষয়ে সাংবাদিকদের এখনই কিছু বলতে রাজি হননি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ।

সভাপতি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও আজ মঙ্গলবার সাধারণ সভায় উপস্থিত একাধিক শিক্ষক সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিক্ষক সমিতি সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তারা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ বলেন, গুচ্ছ পদ্ধতি নিয়ে সিদ্ধান্তের বিষয়ে আমি এখনই কিছু বলতে চাই না। আমি চাই আমার সহকর্মীরা আমার মাধ্যমেই বিষয়টি জানুক, অন্য কোনও মাধ্যমে নয়। আমরা আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবো।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে গুচ্ছ পরীক্ষার বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে কোনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষক সমিতির সাধারণ সভার কোনও সিদ্ধান্ত কি কার্যনির্বাহী পরিবর্তন করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ সভার কোনও সিদ্ধান্ত কার্যনির্বাহীদের পরিবর্তন করার সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর বলেন, শিক্ষক সমিতি শুধু দাবি জানাতে পারে। এ বিষয়ে অ্যাকাডেমিকে কাউন্সিলে সিদ্ধান্ত হবে। শিক্ষক সমিতিতে একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা সমন্বিত ভর্তি পরীক্ষায় রাজি ছিলাম। গুচ্ছ পদ্ধতিতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দুটো ভাগে ভাগ হয়ে গেলো, এতে মনে হচ্ছে যারা আসেননি, তারা এ ক্যাটাগরির, বাকিরা বি ক্যাটাগরির। এতে অভিভাবক-শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে না, সবাই না আসায় আমরা সফল হতে পারছি না।