ববি ছাত্রকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

  © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হলে ছাত্র নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হল কর্তৃপক্ষ গঠিত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা হলের প্রভোস্ট মু. ইব্রাহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হলে নির্যাতনের ঘটনায় জরুরি সভা ডাকা হয়। সভায় উপস্থিত সব আবাসিক শিক্ষককে ঘটনার বিষয়ে অবহিত করা হয়।

এরপর আবাসিক শিক্ষক ইয়াসিফ আহমদ ফয়সলকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, আবাসিক শিক্ষক মো. সোহেল রানা ও মো. সাইফুল ইসলাম।

এদিকে বুধবার বিকেলে হামলায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আহত চার শিক্ষার্থীর পক্ষে সহপাঠীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে ওই হলে মঙ্গলবার দিবাগত রাতে নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থী শাহজালাল প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।