বর্ণাঢ্য আয়োজনে ইবিতে বিশ্ব স্কাউট দিবস উদযাপন

  © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটা কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপ।

জানা যায়, স্কাউটের জনক রবার্ট লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর এদিন বিশ্ব স্কাউট দিবস পালন করে থাকেন রোভার স্কাউটের সদস্যরা। এরই ধারাবাহিকতায় রবার্ট লর্ড ব্যাডেনের ১৬৩তম জন্মবার্ষিকীতে ক্যাস্পাসে নানা কর্মসূচী পালন করেন তারা।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রোভার ডেন থেকে বর্ণাঢ্য র্যালি বের করে রোভার স্কাউটের সদস্যরা। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর ডেনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সভাপতি আখতার হোসেন আজাদের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম আবু সালেহ, আরএসএল অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. আমিনুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে ডেনে স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এসময় বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রেুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ সালে স্কাউট আন্দোলনের সূত্রপাত ঘটে। এরপর প্রতিবছর ২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস হিসেবে পালিত হয়ে আসছে।


সর্বশেষ সংবাদ