ইবিতে ভাষা শহীদদের প্রতি বিদেশি শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এসময় নেপাল, শ্রীলংকা, সোমালিয়া, ইথিওপিয়াসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকে আগত প্রায় ৪০ জন বিদেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বতঃস্ফূর্তভাবে উদযাপন ও ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে বিদেশি শিক্ষার্থীদের পাশাপশি এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্ট সেল।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্ট সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। আমাদের ভাষা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিদেশি শিক্ষার্থীরা তাদের মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের দিবসে শামিল হয়েছে।’

এ দিকে এর আগে রাত ১২টা এক মিনিটে শহীদ বেদিতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় প্রশসনের পক্ষে থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী শ্রদ্ধঞ্জলি নিবেদন করেন।

এসময় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ উপ¯ি’ত ছিলেন।

বিশ^বিদ্যালয় প্রশাসনের পর একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, ইবি ছাত্রলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন ছাত্র ও স্বে”ছাসেবী সংগঠন।


সর্বশেষ সংবাদ