ঢাকা কলেজ বাংলাদেশের রোল মডেল

কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী  © টিডিসি ফটো

ঢাকা কলেজ বাংলাদেশের রোল মডেল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বুধবার (১৯ ফেব্রুয়ারি) কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ বলেন, সকল দিক থেকে ঢাকা কলেজ এখন দেশের রোল মডেল। দীর্ঘদিন ধরে তার প্রথম অবস্থান ধরে রেখেছে এই কলেজটি।

তিনি বলেন, গত বছর সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ ৪টি স্বর্ণ ও ৭২টি পদক পেয়েছে৷ এবারের আসরে ১৯ টি স্বর্ণ ও ১৪২টি পদক পেয়েছে। দেশের ক্রীড়া অঙ্গনে এসব অর্জন আমাদের অনন্য সাফল্য বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেহের সুস্থতা রক্ষায় এবং সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনও বিকল্প নেই। এসময় কলেজের জিমনেশিয়াম, খেলাধুলার সরঞ্জামাদির সঙ্কট নিরসনসহ ক্রিকেট পিচ তৈরির ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

কলেজের অধ্যক্ষ নেহাল আহাম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ