ক্রীড়া প্রতিযোগিতা কর্মচারীদের একঘেয়েমি কাটাবে: চবি উপাচার্য

বক্তব্য রাখছেন চবি উপাচার্য ড. শিরীণ আখতার
বক্তব্য রাখছেন চবি উপাচার্য ড. শিরীণ আখতার  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কর্মচারীরা কর্মক্ষেত্রের একঘেয়েমির রেশ কাটিয়ে উঠতে সক্ষম হবে। কর্মক্ষেত্রে অধিকতর সততা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবে।

চবির কেন্দ্রীয় খেলার মাঠে আজ বিশ্ববিদ্যালয়টির কর্মচারী ইউনিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে উপাচার্য এমন প্রত্যাশা ব্যক্ত করেন। 

উপাচার্য তাঁর ভাষণে বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে কর্মচারীদের মধ্যে যেমন প্রতিযোগিতামূলক মনোভাবের সৃষ্টি হয়, তেমনি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টিতেও ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কর্মচারীরা কর্মক্ষেত্রের একঘেয়েমির রেশ কাটিয়ে ওঠতে সক্ষম হবে এবং কর্মক্ষেত্রে অধিকতর সততা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবে মর্মে প্রত্যাশা ব্যাক্ত করেন।

পূর্বাহ্নে সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ। প্রতিযোগিতায় মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন কৃতি ক্রীড়াবিদ মাইনুল ইসলাম বাবু। ক্রীড়াবিদদের পক্ষে শপথ বাক্য পাঠ করেন ইউনিয়নের সাংগঠনিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবদুস সালাম। ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য মোঃ নুরুল হকের নেতৃত্বে মার্চপাস্টে পতাকা বহন করেন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাচ্চু।

এছাড়া কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাই -এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি সহকারী রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ হোসেন।


সর্বশেষ সংবাদ