১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরাম। মানববন্ধনে বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ কামরুল আহছান টিটো বলেন, ‘খালেদা জিয়াকে ৭৯ বছর বয়সে কারাগারে রুদ্ধ করা হয়েছে। বাংলাদেশের আপামর জনসাধারণ জানে এভাবে তাকে আটক রাখার কারণ কি। আমরা আজকের মানববন্ধন থেকে সরকারের কাছে আহ্বান করতে চাই দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথা আমরা আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবো এবং খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো।’

দর্শন বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক কামরুল আহসান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ দুই বছর যাবত কারাবন্দি আছেন। তিনি অসুস্থ মানুষ তার মুক্তি এবং চিকিৎসার ব্যবস্থা করুন। যিনি গণতন্ত্র দিয়েছেন, যিনি অনিয়ম দুঃশাসনের বিরুদ্ধে সারাজীবন লড়াই করে গেছেন সেই দেশনেত্রীকে আটকে রাখা হয়েছে। অথচ সকল অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। সাগর রুনি হত্যার বিচার হয়নি, এদেশে কোনো অন্যায়ের বিচার হয়না। কিন্তু শুধু রাজনৈতিক কারণে দেশনেত্রীকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই অসুস্থ মানুষটিকে আর কষ্ট না দিয়ে মুক্তির ব্যবস্থা করুন।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক জামাল উদ্দিন রনু, অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারী, অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, অধ্যাপক নুরুল ইসলাম প্রমুখ।