১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৪

জবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রাইসুল-আবু বকর

  © টিডিসি ফটো

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার বারো সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এতে সভাপতি হিসেবে মোহাম্মদ রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আবু বকর খানকে রাখা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুন এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন জহির রায়হান, আল আমিন, আহমেদ তৌফিক মেছবাহ এবং মাশফিক আনজুম রানা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহমুদুল হাসান মিশু, এম. এম. মুসা ও মোহাম্মদ ঢালী লিখন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক আশফাক শরিফ, দপ্তর সম্পাদক তিথি সরকার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. রাকিবকে দায়িত্ব দেয়া হয়েছে।

আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।