ভোটের জন্য এবার পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

  © লোগো

পহেলা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট থাকায় এবার পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। রুটিন অনুযায়ী, ওইদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষ (বিশেষ) পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের কারণে তা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এর অগে ভোটের কারণে এসএসসসি ও সমমানের পরীক্ষা দু’দিন এবং অমর একুশে গ্রন্থমেলা একদিন পিছিয়ে দেয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে জানানো হয়েছে, পহেলা ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষ (বিশেষ) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষাটি পরেরি দিন অর্থ্যাৎ ২ ফেব্রুয়ারি বেলা ১টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে জানা যাবে বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ