চবি হলে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে দেশি অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১ টার দিকে পুলিশের সহায়তায় এ তল্লাশি অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি।

এ সময় হলের মূল ফটকের পাশের নালা থেকে দুইটি রামদা, একটি শাবল এবং পাশের নুর আলম স্টোর থেকে দুইটি রামদা উদ্ধার করা হয়। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল বলেন, হলের বাইরে থেকে মোট চারটি রামদা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইটি রামদা পাওয়া গেছে একটি দোকানে। ওই দোকানদারকে শোকজ করা হবে।

তিনি বলেন, আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ। ক্যাম্পাসে কোনও অস্ত্র যেন না থাকে। তাই হলগুলো অস্ত্রমুক্ত করতে আমরা যেকোনো সময় যেকোনো হলে অভিযান পরিচালনা করবো। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ