১৪ জানুয়ারি ২০২০, ২১:১৭

চবিতে বার্ষিক নাট্য উৎসব শুরু হচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে 'মুজিববর্ষ' উদযাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নাট্যকলা বিভাগ আয়োজন করেছে ‘বার্ষিক নাট্য উৎসব-২০২০’। ‘মুক্তির চেতনায় শিপ্লীত সৃজন’ স্লোগানে তিন দিনব্যাপী এই নাট্য উৎসব শুরু হচ্ছে বুধবার। যা চলবে শুক্রবার পর্যন্ত।

নাট্যোৎসবে প্রধান অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসবের উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এবং নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে অনুষ্ঠিতব্য এ আয়োজনে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের উপর ভিত্তি করে থাকছে ১১টি নাটক প্রদর্শনী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। নাটকের মাধ্যে থাকছে ‘রাত ভরে বৃষ্টি’, ‘সোনার তরী’, ‘ব্যাঙ’ ইত্যাদি।

এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে এ উৎসবে সম্মাননা জানানো হবে।

উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও চবির নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম হাসান এ বর্ণিল উৎসবের সফল আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেছেন।