জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক এ কে এম সিরাজুল ইসলাম খান আর নেই। শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। এরপর সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সামনে জানাযা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক সিরাজুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্‌) এর পরিচালক ছিলেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিনের দায়িত্ব পালন করেন তিনি। 

অধ্যাপক সিরাজুল ইসলাম খানের মৃত্যুতে ঢাকা, জগন্নাথ  ও নর্থ  সাউথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।