বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ম্যুরাল স্থাপন করবে ইবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ২০২০ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল কর্তৃপক্ষ। এ লক্ষে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিউটের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে চুুুুক্তি সম্পাদনের বিষয়টি নিশ্চিত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

এ বিষয়ে তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও তার আদর্শকে বাস্তবায়নের লক্ষে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সম্বলিত ম্যুরাল স্থাপনের নিমিত্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিউটের সঙ্গে একটি চুক্তি সম্পাদন হয়েছে।

তিনি আরও জানান, ম্যুরালটি হলের প্রধান ফটকের পাশে স্থাপন করা হবে। যার দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮ ও ১২ ফিট হবে। ম্যুরালটি পেছনের দিকে কালো রঙের পাথর সম্বলিত এবং উপরে বঙ্গবন্ধুর ছবি ও ভাষণটি সাদা রঙ্গে খোদাই করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামীবছর ৭ মার্চ এটি উদ্বোধন করা হবে।


সর্বশেষ সংবাদ