শিবির সন্দেহে চবিতে শিক্ষার্থীকে মারধর ছাত্রলীগের

  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিবির সন্দেহে ইমরান নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের অনুসারীদের বিরুদ্ধে। বুধবার (১১ ডিসেম্বর) এমবিএ’র ভাইভা চলাকালে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এমবিএ পরীক্ষার ভাইভা দিতে আসা ইমরানকে টেনে হেচড়ে নিয়ে যায় শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ সিক্সটি নাইনের কর্মীরা। পরবর্তীতে ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে শিবির আখ্যা দিয়ে মারধর করেন তারা। পরে বিভাগের শিক্ষকরা বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যায়।

ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহিদুর রহমান বলেন, সে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এই ঘটনা ঘটেছে। আমি বিষয়টি শুনে প্রক্টর অফিসে জানানোর পর তারা এসে ছেলেটিকে উদ্ধার করেন।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, বগি ভিত্তিক কোনো গ্রুপ কোনো ছাত্রের গায়ে হাত তুললে এর দায় ছাত্রলীগ নিবে না। তবে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকেও থাকে, সেটার দায়িত্ব ছাত্রলীগের না। তাকে মারধরের কোনো অধিকার ছাত্রলীগকে দেয়া হয়নি। আমরা জড়িতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস. এম. মনিরুল হাসান বলেন, ‘প্রক্টর অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার পরিচয়টা আরও নিশ্চিতভাবে জানার জন্য তাকে হাটহাজারি থানায় প্রেরণ করা হয়েছে। তারা কোনো অভিযোগের প্রমাণ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নিবে।’


সর্বশেষ সংবাদ