৮৭২ আসন ফাঁকা ইসলামী বিশ্ববিদ্যালয়ে

অপেক্ষমানদের সাক্ষাৎকার শুরু ১৫ ডিসেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। মেধাতালিকা হতে ভর্তি পরও বিভিন্ন বিভাগে এখনও ৮৭২টি আসন ফাঁকা রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা গেছে।

জানা যায়, ভর্তি পরীক্ষা শেষে গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেধাতালিকা হতে ভর্তি কার্যক্রম শেষ হয়। এরপর শুরু হয় মাইগ্রেশনের (বিভাগ বদলি) কাজ। মেধাতালিকায় ভর্তির পরও ৩৫টি বিভাগে মোট ২৩০৫টি আসনের মধ্যে এখনও ৮৭২টি আসন ফাঁকা রয়েছে।

স্ব স্ব ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়, ৮৬৭টি শূন্য আসনের মধ্যে ধর্মতত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩০টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৩১টি, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ১৫৬টি এবং বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট ২৫৫টি শুন্য রয়েছে।

এদিকে মেধাতালিকার ভর্তি পর আসন শুন্য থাকায় আগামী ১৫ ডিসেম্বর থেকে অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার শুরু হবে। মোট চার ইউনিটের মধ্যে ‘সি’ ইউনিটের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার আগামী ১৫ ডিসেম্বর, এবং ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অপেক্ষমান তালিকার সাক্ষাতকার ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ