বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ৩৮টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীগন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

আজ রবিবারবিকাল সাড়ে চারটায় (৮ ডিসেম্বর) দুদিনব্যাপী আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ফলাফল অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভর্টাচার্য্য এমপি।

এ সময় প্রধান অতিধির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভর্টাচার্য্য বলেন, আমাদেরকে পড়ালেখার পাশাপাশি রাজনীতি সচেতন হতে হবে। এদেশকে পাকিস্তান,সিরিয়া ইরাক,আফগানিস্তানের মতো জঙ্গিরাষ্ট্র বানানোর নানা চক্রান্ত চলছে।আমাদের আত্মপরিচয় ধরে রাখতে হলে ইতিবাচক রাজনীতি চর্চা করতে হবে। ক্রীড়া প্রতিযোগিতা একটি প্রশংসনীয় ঘটনা।আশা করি শিক্ষার সুষ্টু পরিবেশ বজায় থাকলে সকলের আন্তরিক প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষন গননার দিন উপলক্ষ্যে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে হলে ভালো শিক্ষার্থী,ভালো খেলোয়াড়ের পাশাপাশি একজন আলোকিত মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে আলোকিত মানুষ হয়ে আলো ছড়াতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.দীপক কুমার মন্ডল, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ জাফিরুল ইসলাম, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক(ভারপ্রাপ্ত) ড. মোঃ নাসিম রেজা, শহীদ মসিয়ূর রহমান হল প্রাধাক্ষ্য(ভারপ্রাপ্ত) মোঃ মজনুজ্জামান,শেখ হাসিনা ছাত্রী হল প্রাধাক্ষ্য ড. সেলিনা আক্তার, বীরপ্রতীক তারামন বিবি হল প্রাধাক্ষ্য ড. শিরিন নিগার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক এস এম সামিউল আলম,শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুনিবুর রহমান ও ফারহানা ইয়াসমিন।


সর্বশেষ সংবাদ