তাপস হত্যার বিচার দাবিতে চবিতে মৌন মিছিল

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের গঠিত ‘তাপস স্মৃতি সংসদ’র নেতাকর্মীরা তার হত্যার বিচারের দাবিতে মৌন মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে মৌন মিছিলটি শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে এসে মানববন্ধন করেন ‘তাপস স্মৃতি সংসদ’। এসময় ‘তাপস হত্যার বিচার চাই’ ‘খুনিদের কোন ধর্ম জাত গোষ্ঠী নাই’ ‘তাপসের রক্ত বৃথা যেতে দিবো না’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা গেছে। মানববন্ধনে সকলের মুখে কালো বেজ পরে তাপস হত্যার প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন তাপস স্মৃতি সংসদের আহ্বায়ক শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাদাফ খান ও শরিফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অপরাধীর কোনো দল, মত পরিবার নেই। তারা শুধুই অপরাধী। তাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে বয়কট করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই হত্যাকান্ডে জড়িতদের বহিষ্কারের দাবি ও পুলিশ প্রশাসনের কাছে তাদেরকে গ্রেফতারের দাবি জানাই।


সর্বশেষ সংবাদ