যবিপ্রবিতে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  © টিডিসি ফটো

মহান বিজয়ের মাসে বর্ণাঢ্য আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। দুদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে ১৮টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী ও হল প্রাধাক্ষ্য দল অংশগ্রহণ করেন।

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদের ১৫০০ মিটার দৌড় ইভেন্টের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতাটি শুরু করা হয়। এরপর দুপুর একটা থেকে দেড় ঘন্টা মধ্যহ্ন বিরতি দিয়ে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে একে একে উচ্চ লাফ (ছাত্র), গোলক নিক্ষেপ (ছাত্রী),১০০ মিটার স্প্রিন্ট(ছাত্র),১০০ মিটার স্প্রিন্ট ( ছাত্রী), উচ্চ লাফ (ছাত্রী), গোলক নিক্ষেপ (ছাত্র),৪০০ মিটার স্প্রিন্ট (ছাত্র), দীর্ঘ লাফ(ছাত্র), চাকতি নিক্ষেপ (ছাত্রী),২০০ মিটার স্প্রিন্ট (ছাত্র), দীর্ঘ লাফ (ছাত্রী), চাকতি নিক্ষেপ (ছাত্র), ২০০ মিটার স্প্রিন্ট (ছাত্রী), লাফ ধাপ ঝাপ ( ছাত্র), বর্ষা নিক্ষেপ (ছাত্র), ৫০০০ মিটার দৌড় (ছাত্র), ৪×১০০ মিটার রিলে দৌড় (ছাত্র), ৪×১০০ মিটার রিলে দৌড় (ছাত্রী) সহ মোট ১৮ট ইভেন্ট অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ জাফিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, শহীদ মসিয়ূর রহমান হল প্রাধ্যক্ষ্য(ভারপ্রাপ্ত) ড. মোঃ মজনুজ্জামান, শেখ হাসিনা হল প্রাধাক্ষ্য ড.সেলিনা আক্তার, সহকারী, বীর প্রতীক তারমন বিবি হল প্রাধাক্ষ্য ড. শিরিন নিগার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক এস এম সামিউল আলম, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগর প্রভাষক মোঃ জিল্লুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা, বিচারকবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিদের সার্বিকভবে সহযোগিতা করা এবং ক্রীড়া প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে মাঠে ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্বেচ্ছাসেবক ছাত্র-ছাত্রীগন।

পুরো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন এবং গনিত বিভাগের প্রভাষক দীপা রায়।

আজ বৃহস্পতিবার মোট ৩৮ টি ইভেন্টের বাকি ২০টি ইভেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি শেষ হবে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।


সর্বশেষ সংবাদ