ইবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

জামালপুরে সিপিবি’র পদযাত্রায় হামলা

  © টিডিসি ফটো

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নেতাকর্মীরা। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসে এসব কর্মসূচী পালন করেন তারা।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিপিবি’র জামালপুর শাখার উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে সিপিবি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের জিয়া মোড় এলাকা থেকে মশাল মিছিল বের করে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় মিছিলে ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার নেতা আহত কেন, বিচার চাই বিচার চাই’, এমন বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিল শেষ ক্যাম্পাসের জিয়া মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ বলেন, ‘যখনই দুঃশাসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন সমস্যার বিরুদ্ধে আমরা রুখে দাড়িয়েছি, তখনই আমরা হামলার স্বীকার হয়েছি। গতকাল জামালপুরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে, আমরা তার বিচার চাই।’

এ সময় সমাবেশে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক, দপ্তর সম্পাদক উদয় দেবনাথ, সংগঠনিক সম্পাদক ইমনুল সোহান, অর্থ সম্পাদক তানজিমুল পিয়াসসহ বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ