আগামীকাল রাবির একাদশ সমাবর্তন, প্রস্তুতি সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাদশ সমাবর্তন আগামীকাল অনুষ্ঠিত হবে। সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাবর্তন অনুষ্ঠান।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদের সভাতিত্বে সমাবর্তনে বক্তব্য রাখবেন ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক রঞ্জন চক্রবর্তী। আগামী শনিবার । বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহম্মেদ সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, সমাবর্তনে তিন হাজার ৪৩২ জন গ্র্যাজুয়েটকে সার্টিফিকেট প্রদান করা হবে। অনুষ্ঠানের দিন নিরাপত্তার জন্য এসএসএফ, স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তাকর্মী, রোভার স্কাউট ও ক্যাডেট সদস্যরা তাদের দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানের দিন নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো দুপুর আড়াইটা থেকে বন্ধ থাকবে। রাষ্ট্রপতি চলে যাওয়ার পর তা খুলে দেওয়া হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাবর্তন শেষ হবে।

অধ্যাপক আব্দুস সোবহান আরো বলেন, সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক সমাবর্তন অনুষ্ঠান সঞ্চালনা করবেন।

সংবাদ সম্মেলনে রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এম এ আব্দুল বারী, জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ