নিরাপত্তা নিয়ে উদ্বেগ, হলে সিসি ক্যামেরা চান রাবি শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে প্রতি ব্লকে সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে হলটির প্রাধ্যক্ষ মো.জাহিদুল ইসলামের নিকট ছয় দফা দাবিতে স্মারক লিপি দেন তারা। 

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে  আরেফিন মেহেদী হাসান স্মারক লিপিতে স্বাক্ষর করেন। তাদের ছয়টি দাবির মধ্যে রয়েছে, প্রতি ফ্লোরে সিসি ক্যামেরা স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে ফিল্টার করা পানির ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া, নির্বিঘ্নে নামাজ পড়ার সুবিধার্থে মসজিদ সম্প্রসারণে যথাযত উদ্যোগ নেওয়া, তীব্র আবাসন সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, হলের ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি করা।

আরেফিন মেহেদী হাসান বলেন, ‘বুয়েটে আবরার হত্যাকাণ্ডের পর থেকে সব জায়গায় একটা অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই সিসিটিভি ক্যামেরা স্থাপন করলে অন্তত চিহ্নিত করা যাবে। কমে আসবে অপকর্ম।’

এ বিষয়ে হলটির প্রভোস্ট ড. মোঃ জাহিদুল ইসলাম জানান, ‘আমাদের ছাত্রদের উচিত নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নেওয়া। যখন কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন আমাদের টনক নড়ে, এর আগে না। আগে থেকে সচেতন হতে হবে এবং বুকে সাহস নিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য অগ্রসর হতে হবে।’

তবে দাবি-দাওয়া বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।


সর্বশেষ সংবাদ