বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সেশনজট মুক্ত ঘোষণা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সেশনজট মুক্ত বিভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর ২০১৯) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।

সম্মেলনে বেরোবি উপাচার্য জানান, শিক্ষার্থীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারে এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মতো পর্যায়ক্রমে ২১টি বিভাগকে সেশনজট মুক্ত করা হবে। এই লক্ষ্যে বিভাগসমূহের শিক্ষকবৃন্দ একযোগে কাজ করার আহবান জানান তিনি। আগামী ১ জানুয়ারি থেকে বিভাগের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেছেন বেরোবি উপাচার্য।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মো: তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শাকিবুল ইসলাম, মো: আব্দুল্লাহ-আল-মাহবুব, প্রভাষক মো: আমিনুল ইসলাম, মো: সানজিদ ইসলাম খান, মেহনাজ আব্বাসী বাঁধনসহ বিভিন্ন গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ