ডেঙ্গু আক্রান্ত হয়ে আইসিইউতে বুটেক্স শিক্ষার্থী

ডেঙ্গুতে আক্রান্ত সজীব সাগর
ডেঙ্গুতে আক্রান্ত সজীব সাগর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোতে শীতের মৌসূমের শুরুতে পুনরায় ডেঙ্গু এবং পানিবাহিত রোগ টাইফয়েডের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সম্প্রতি বুটেক্সের ৪৩তম ব্যাচের ছাত্র সজীব সাগর ডেঙ্গু, টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাজধানীর এপোলো হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বুটেক্সের আবাসিক শহীদ আজিজ হলে থাকতেন।

এছাড়া শনিবার জি এম এ জি ওসমানী হলের ৪৪তম ব্যাচের ছাত্র দেবু কুমার সেন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। দেবু হলের জীম রুমে থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ‘শীতের শুরুতে মশা-মাছির পরিমাণ দিনদিন বেড়েই চলছে কিন্ত প্রশাসন মশা নিধন কার্যক্রম বন্ধ রেখেছে।

এদিকে প্রতিমাসে কেউ না কেউ টাইফয়েডে আক্রান্ত হচ্ছে। এজন্য হলের পানি কতটা বিশুদ্ধ তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষার্থীরাা।

ওসমানী হলের প্রভোস্ট একেএম আশিকুর রহমান মজুমদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মশা নিধন কার্যক্রম চালু আছে। তবে সঠিক জায়গায় মশা নিধন কর্মসূচি পরিচালনার উপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।


সর্বশেষ সংবাদ