রাবি ছাত্রকে মারধর করা সেই পুলিশ সদস্যকে প্রত্যাহার

  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে মারধর করা সেই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার দিনই নাদিমকে প্রত্যাহার করা হয়।

মো. নাদিম নামের ওই পুলিশ সদস্যকে  মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী হুমায়ন কবির নাহিদ।

এসময় গেটে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে দাঁড় করিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কাগজে নাহিদের বড় ভাইয়ের নাম থাকায় তাকে থানায় নেওয়ার আদেশ দেন মতিহার জোনের সহকারী কমিশনার মাসুদ রানা। এ সময় ওই কনস্টেবলের সঙ্গে নাহিদের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে মারধর করে ও টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় নাহিদকে। ঘটনার পর বেশ কিছু শিক্ষার্থী গেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন এবং বিক্ষোভ করেন। একপর্যায়ে নাহিদকে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়।


সর্বশেষ সংবাদ