খুবির পরিবহন পুলে নতুন বাস সংযোজন

  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সুবিধার জন্য পরিবহনপুলে আরও নতুন দুইটি বাস যোগ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ নভেম্বর)বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন বাস সার্ভিসের উদ্বোধন করেন।

বাস দুইটি আগামীকাল ক্যাম্পাস থেকে ফুলতলা উপজেলা এবং ক্যাম্পাস থেকে নগরীর শিল্পাঞ্চল খালিশপুর রুটে চলাচল করবে বলে জানা গেছে।

বাসের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধানসহ পরিবহন পুলের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ