ফের আন্দোলনের মাঠে জাবি শিক্ষক-শিক্ষার্থীরা

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন কর্মসূচীতে দুইদিনের বিরতি শেষে ফের আন্দোলনে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

মঙ্গলবার বেলা ১১টা থেকে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ‘ব্যঙ্গ পটচিত্র’ প্রদর্শনী শুরু করেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরে’র ব্যানারে আন্দোলনকারীরা।

এছাড়া আজ বিকেল চারটায় প্রশাসনিক ভবনের সামনেই ‘সংহতি সমাবেশ’ ও সন্ধ্যা সাড়ে সাতটায় ‘গানে গানে সংহতি’ শীর্ষক দুইটি কর্মসূচী পালন করবেন তারা।

আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে বেলা ১১টার দিকে দীর্ঘ ৬০ গজ কাপড়ে আঁকা বিভিন্ন ব্যঙ্গাত্মক লেখনি ও চিত্রের প্রদর্শনী করেন আন্দোলনকারীরা। এরপর দুপুর ১২টায় প্রশাসনিক ভবন অবরোধ করেন এবং ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন।

এ ব্যাপারে আন্দোলনের অন্যতম সংগঠক ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু বলেন,‘আমরা চাই দুর্নীতির অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক। তবে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা এবং হামলার পর অধ্যাপক ফারজানা ইসলাম যে অবস্থান নিয়েছেন তাতে তিনি আর উপাচার্য পদে থাকতে পারেন না। তাকে অবশ্যই অপসারিত হতে হবে।’

প্রসঙ্গত, গত শনিবার বৈরী আবহাওয়ার কারণে দেশবাসীর প্রতি একাত্মতা ও সহমর্মীতা জানিয়ে দুদিনের জন্য আন্দোলন কর্মসূচী স্থগিতের ঘোষণা দেয় আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন ।


সর্বশেষ সংবাদ