চবিতে ‘নবায়নযোগ্য শক্তির খোঁজে উদ্ভাবনী আইডিয়া’ শীর্ষক সেমিনার

  © টিডিসি ফটো

সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে নবায়নযোগ্য শক্তির খোঁজে নতুন উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা। সোমবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থারের অডিটোরিয়ামে ইয়াং বাংলা, পাওয়ার সেল ও গ্রীণ ডেল্টার সমন্বয়ে এই প্রতিযোগিতা উপলক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা ও আইডিয়া সম্পর্কিত বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ইয়াং বাংলার অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চবির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চবির সহকারী প্রক্টর রেজাউল করিম, চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। এসময় বক্তারা সেমিনারে অংশগ্রহণকারীদের নবায়নযোগ্য শক্তির খোঁজে আইডিয়া সাবমিট করতে উদ্বুদ্ধ করেন।


সর্বশেষ সংবাদ