কুবির ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের সহায়তায় মাঠে ছাত্রদল

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের সহায়তায় মাঠে ছিলো শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

শুক্রবার (০৯ নভেম্বর)  ‘এ’ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষায় ক্যাম্পাসে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চোখে না পড়লেও কুমিল্লা শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন তারা।

পড়ুন: ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী হাত কেটে দিলেন কর্মীর

এ সময় শাখা ছাত্রদলের ৬টি টিম কাজ করেছে। টিমের নেতৃত্ব দিয়েছেন সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে আমরা শুভেচ্ছা জানিয়ে পোস্টার দিয়েছি। কিন্তু ছাত্রলীগ আমাদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে।

পড়ুন: ঘূর্ণিঝড় বুলবুল: সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনসহ তাদেরকে সঠিক কেন্দ্রে যাওয়া, সিট বিন্যাস, পরীক্ষার্থীদের রাত্রিযাপন, খাবার সরবরাহ, কেন্দ্রে যাওয়া, মোবাইল ও ব্যাগ রাখাসহ অন্যান্য সহযোগিতাও করেছেন।

১৫টি কেন্দ্রসহ মোট ২৩টি পয়েন্টে নবীনদের শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন টানায় ছাত্রদলের নেতা-কর্মীরা।

আরো পড়ুন: 

বাবরি মসজিদের জমি পাবে হিন্দুরা, মুসলিমদের বিকল্প জমি

জাবি উপাচার্যের বিরুদ্ধে ৭০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল

মেধা তালিকায় থেকেও ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা

 


সর্বশেষ সংবাদ