উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির তথ্য জমা দেবে আন্দোলনকারীরা

  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তথ্য-উপাত্ত জমা দেবে আন্দোলনকারীরা। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কাছে ভিসির দুর্নীতির তথ্য-প্রমাণ জমা দেবার কথা রয়েছে আন্দোলনকারীদের।

তবে আজ অনেকটাই শান্ত রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বেলা এগারোটার দিকে প্রতিবাদী অংকন কর্মসূচি থাকলেও এখনো পর্যন্ত আন্দোলনকারীদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়নি। হল গুলোতেও নেই শিক্ষার্থীদের উপস্থিতি। এছাড়া উপাচার্যের বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ পাহারায় রয়েছে।

এরআগে গতকাল সন্ধ্যা ৭টার দিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্ট শুরু করেছেন আন্দোলনকারীরা।

অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।


সর্বশেষ সংবাদ