মৌলভীবাজার সরকারি কলেজে পুলিশ বুথ স্থাপনের দাবি

  © টিডিসি ফটো

মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার জন্য পুলিশ বুথ স্থাপনের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (০৩ নভেম্বর) দুপুরে এই দাবিতে পুলিশ সুপার মো. ফারুক আহমদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলেজের মাষ্টার্সের ছাত্র জাকের আহমদ (অপু) এতে নেতৃত্ব দেন। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন- কলেজ শিক্ষার্থী ছাত্র জাফর আহমদ, মামুন আহমদ, শাহীনা আক্তার নিপা, ওমর ফারুক নাঈম, লিজা আক্তার, কেএইচ শাওন প্রমুখ।

পড়ুন: মন্ত্রীর ওয়ালে ফেইক নিউজ!

স্মারকলিপিতে বলা হয়, সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি কলেজে। বর্তমানে কলেজে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। জেলা সর্ববৃহৎ এই বিদ্যাপীঠের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ও কলেজ সড়কের যানজট নিরসনের লক্ষে পুলিশ বুথ স্থাপনের দাবি জানানো হয়।

আরো পড়ুন: চান্স হয়নি, মানবিকতায় ভর্তি হচ্ছেন তিন্নি!


সর্বশেষ সংবাদ