চবির ভর্তি পরীক্ষাকালীন শাটলট্রেনের শিডিউল

  © টিডিসি ফটো

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শাটল ট্রেনের নতুন শিডিউল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষা চলাকালীন ৫ দিন (২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ অক্টোবর) শাটল ট্রেন দিনে ৯ বার করে মোট ১৮ বার বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে। পাশাপাশি এবং একটি ডেমু ট্রেন দিনে দুই বার করে মোট ৪ বার যাতায়াত করবে।

বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে আসবে: সকাল ৬টা, সাড়ে ৬টা, সোয়া ৮টা, পৌনে ৯টা, সোয়া ৯টা (ডেমু ট্রেন), বেলা ১১টা ৪০মিনিটে, দুপুর ১২টা, দুপুর ১টা ৫০ মিনিটে, বিকেল ৩টা, ৪টা ও রাত সাড়ে ৮টায় শাটল ট্রেন ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় থেকে বটতলী স্টেশনে যাবে: সকাল ৭টা ০৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, সাড়ে ১০টা (ডেমু ট্রেন), দুপুর ১টা, দুপুর দেড়টা, বিকেল ৩টা (ডেমু ট্রেন), বিকেল ৫টা, বিকেল সাড়ে ৫টা এবং রাত ৯টা ১০মিনিটে শাটল ট্রেন ছেড়ে যাবে।


সর্বশেষ সংবাদ