বৃষ্টির মধ্যেও আন্দোলনে রাবি শিক্ষকেরা

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবিতে অটল বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের একাংশ। বৃষ্টির মধ্যে দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ফের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তাদের।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ব্যানারে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক আশাবুল হক, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতানুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদি, আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বক্তব্য শেষে জয় হিন্দ বলা ও উপ-উপাচার্য অধ্যাপক চোধুরী মোহাম্মদ জাকারিয়ার সাথে চাকুরী প্রত্যাশীর কথপোকথনের অডিও ফাঁসের পর গত ৩ অক্টোবর থেকে প্রশাসনের প্রতি অনাস্থা এনে তাদের অপসারণ দাবিতে আন্দোলন করে আসছেন এই শিক্ষকেরা।


সর্বশেষ সংবাদ