চবি ছাত্রীকে উত্যক্ত, বহিরাগত আটক

পুলিশের হাতে আটক নূর মোহাম্মদ
পুলিশের হাতে আটক নূর মোহাম্মদ  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু উদ্যান থেকে তাকে আটক করা হয়।

এরআগে গত ১৩ অক্টোবর গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ট্রেনে করে ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া (ছদ্মনাম)। পথিমধ্যেই আটক নূর মোহাম্মদ তার পিছু নিয়ে বিশ্ববিদ্যালয় অবধি চলে আসে। এর আগেও বেশ কয়েকবার ওই যুবক দীর্ঘদিন যাবত তাকে উত্যক্ত করে আসছিল বলে জানান সাদিয়া।

আটককৃত নূর মোহাম্মদ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, আজ বিকেলে সাদিয়া চবির বঙ্গবন্ধু উদ্যানে তার সহপাঠীর জন্মদিন পালন করতে আসলে নূর মোহাম্মদ সেখানেই তার সহপাঠীর সামনে তার সঙ্গে অশোভন আচরণ করে। এসময় তার সহপাঠীরা প্রক্টরিয়াল বডিকে বিষয়টি অবহিত করলে তারা এসে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম বলেন, এক ছাত্রীকে উত্যক্তের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সেখানে যাই। অভিযুক্ত যুবককে আটক করে হাটহাজারী থানায় প্রেরণ করেছি।


সর্বশেষ সংবাদ