আবরার হত্যায় জাবি ছাত্রলীগের শোক র‌্যালী

  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র‌্যালী ও মোমবাতি প্রজ্বালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শোক র‌্যালী শুরু করে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। কর্মসূচিতে প্রায় দুই শতাধিক ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর দুইটায় কর্মসূচি পালন কারার কথা থাকলেও বৃষ্টির কারণে তা করতে না পারায় সন্ধ্যায় কর্মসূচি পালন করা হয়।

নিহত বুয়েট শিক্ষার্থী আবরারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ জাবি শাখা সভাপতি জুয়েল রানা বলেন, যারা আবরারকে হত্যা করেছে তারা মানুষ নয়, তারা মানুষ রুপি জানোয়ার। আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এইখানে দাঁড়িয়েছি। আমরা এ হত্যার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

মোমবাতি প্রজ্বলন

তিনি বলেন, খুনিদের কোন দল নেই, তারা শুধুই খুনি। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি আমাদের মধ্যে যেন এমন ঘটনা না ঘটে সে দিকে লক্ষ রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যার বিচার করবে তাই এই নিয়ে নোংরা রাজনীতি যেন বাংলাদেশে না হয় সেদিকে সকলকে লক্ষ রাখতে হবে।


সর্বশেষ সংবাদ