১০ অক্টোবর ২০১৯, ১৯:৫৩

আবরারের মৃত্যুতে চবি ছাত্রলীগের শোকর‍্যালি

  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শোকর‌্যালি ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে র‌্যালিটি শুরু হয়। এসময় আবরার হত্যার বিচারের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

এদিন র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহিদ মিনারে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। পরে নিহত আবরারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, আবরার ফাহাদের হত্যা অমানবিক ও ঘৃণিত একটি ঘটনা। নৃশংস এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাই আমরা। কারণ হত্যাকারিদের কোন দেশ, দল, গোষ্ঠী নেই। এরা শুধুই খুনি। তবে একটি গোষ্ঠী এই ঘটনাকে হাতিয়ার করে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। আমাদের সেদিকেও সজাগ থাকতে হবে।