আবরার স্মরণে বৃষ্টি উপেক্ষা করে খুবিতে মোমবাতি প্রজ্বালন

  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে বৃষ্টি উপেক্ষা করে মোমবাতি প্রজ্বলন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়।

এসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সারোয়ার জাহান এবং সাধারণ সম্পাদক মো. শরীফ হাসান লিমনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

ড. মো. সারোয়ার জাহান বলেন, আবরার হত্যাকান্ডে যারা জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা মনে করি অতীতের হত্যাকান্ডগুলোর বিচারহীনতার জের ধরেই এধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তিনি অতীতের সকল হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচার দাবি করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মো. শরীফ হাসান লিমন বলেন, বিচারহীনতার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় এসব হত্যাকাণ্ডের অন্যতম কারণ। তিনি শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহবান জানিয়ে বলেন, কারো মায়ের বুক খালি করার সংস্কৃতি শিক্ষাঙ্গনে শোভা পায় না।

মোমবাতি প্রজ্বলন শেষে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন।


সর্বশেষ সংবাদ