জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

  © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রকাশিত ফলে দেখা গেছে, গড়ে পাশের হার ৭৯ শতাংশ। এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৬১৩টি কলেজের ১৮২টি কেন্দ্রে ১ লাখ ৮৪ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ফল প্রত্যাশীরা ফোনের এসএসএসের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে।

এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার জন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে nu<space>H4<space<Roll No। 16222 নাম্বারে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানা যাবে। এছাড়া শিক্ষার্থীদের ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ আগামীকাল সোমবার প্রকাশিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ