এবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা বশেমুরবিপ্রবি প্রশাসনের

আন্দোলনকারী শিক্ষার্থীরা
আন্দোলনকারী শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে করা শিক্ষার্থীদের আন্দোলন থামিয়ে দিতে কোন কারণ ছাড়াই অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রশাসনের জারি করা এক নোটিশ থেকে বিষয়টি জানা গেছে।এই নোটিশে সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত যত বাধাই আসুক তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলন থামিয়ে দিতে শুরু থেকেই প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হল, এখন আবার ক্যাম্পাসই বন্ধ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যত যাই করুক না কেন আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আরেক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাস বন্ধ করলেও আমরা ক্যাম্পাস ছাড়বো না। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো। যত বাধাই আসুক না কেন আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।

বিষয়টি নিশ্চিত করে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. নুরউদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনে যদি কোন হামলা হয় তাহলে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ক্যাম্পাস বন্ধ তাই হামলার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না। আর হামলার আশঙ্কা থেকেই তো ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন থামিয়ে দিতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি এবিষয়ে কোন কথা বলতে চাননি।


সর্বশেষ সংবাদ