ডাইনিংয়ের খাবারে বড়শি, আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

হলের ডাইনিংয়ের খাবারে বড়শি পাওয়ার অভিযোগসহ হলের বিভিন্ন সমস্যা নিরাসনের দাবিতে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুর ২টার দিকে হলের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করেন তারা।

এসময় খাবারে বড়শি কেনো, অজুখানা নেই কেনো, রিডিং রুম নেই কেনো? প্রশাসন জবাব চাই বলে শ্লোগান দেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

একপর্যায়ে হল প্রাধ্যক্ষ ড. একরাম হোসেন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে চেষ্টা করলেও তারা তা বন্ধ করেননি। এমনতি তিনি হলের ভেতরে প্রবেশ করতে চাইলেও ঢুকতে দেওয়া হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছেন বলে জানানো গেছে।


সর্বশেষ সংবাদ