৭ বছরে রাবির 'সংস্কৃতায়ন', দিনব্যাপী আয়োজন

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

পথচলার ৬ বছর শেষ করে ৭ বছরে পা দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্লাটফর্ম 'সংস্কৃতায়ন'। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী নানা আয়োজন করেছে সংগঠনটি। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সচিব সুখন সরকার।

দু পর্বের আয়োজনের প্রথম পর্বে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন নাট্যজন এস.এম. আবু বকর ও অধ্যাপক মলয় ভৌমিক। এরপরই মিলনায়তনের দক্ষিণে 'নন্দনায়ন'র শিল্পকর্ম প্রদর্শনী উন্মোচন করবেন তারা। প্রদর্শনীতে স্থান পাবে চারুকলা অনুষদ ও অন্যান্য শিল্পগবেষক দের শিল্পকর্ম। উন্মোচন শেষে ৬ষ্ঠ বার্ষিক উদযাপনের মঙ্গলযাত্রা করবে সংগঠনটি।

শোভাযাত্রা শেষে মিলনায়তনে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দিবেন সংগঠনটির আহবায়ক ড. আমির জামান। এতে 'বাঙালি সংস্কৃতির প্রকৃতি ও স্বরূপ ' শিরোনামে সূচনালোচনা করবেন অধ্যাপক এস. এম আবু বকর। এরপর থেকে নন্দনায়ন, উচ্চাঙ্গসংগীত, ধ্রুপদীনৃত্য, মূকাভিনয় নিয়ে আলোচনা করবেন সাংস্কৃতিক অঙ্গনের আমন্ত্রিত ব্যাক্তিবর্গগন। দুপুর ১ টায় অধ্যাপক মলয় ভৌমিকের শিল্প সমালোচনার মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানের প্রথম পর্ব।

ঐদিন বিকেল সাড়ে ৫ টায় সঙ্গীতায়নের পরিবেশনায় উচ্চাঙ্গসংগীতের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠানের সমাপনী পর্ব। এসময় নৃত্য সংগঠন নৃত্যায়নের ধ্রুপদী নৃত্য ও মূকাভিনয় সংগঠন মূকাভিনয়মের 'বাঙালির অভিযাত্রা' নামে মূকাভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।

সুস্থ সংস্কৃতির সুষ্ঠু চর্চার মধ্য দিয়ে আগামী বিশ্ব গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সংস্কৃতায়ন।


সর্বশেষ সংবাদ