বশেমুরবিপ্রবিতে ৪টি নতুন বাসের উদ্বোধন

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৪টি নতুন বাসের উদ্বোধন করা হয়েছে। বাস চারটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয় করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্দুট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বাস চারটি উদ্বোধন করেন। এসময়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড.বি কে বালা, আইন অনুষদের ডিন আবদুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন ৪টি বাস যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে মোট বাসের সংখ্যা বর্তমানে ১৮টি।


সর্বশেষ সংবাদ